সার্চ ফলাফলে ‘ক্যাশড’ ওয়েব পেজ ফিচার সরাচ্ছে গুগল
গুগল সার্চের অন্যতম পুরনো এবং সর্বাধিক পরিচিত ফিচার ‘ক্যাশ লিংক’ সরিয়ে ফেলা হচ্ছে। গুগলর সার্চ বিভাগের কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে এনগ্যাজেট।
‘ক্যাশড’ বাটন নামে অত্যাধিক পরিচিত ফিচারটির মাধ্যমে বিভিন্ন ওয়েবপেজের স্ন্যাপশট পাওয়া যেতো। মূলত গুগল সর্বশেষ যখন পেজটি ইনডেস্ক করেছে তখনকার স্ন্যাপশট দেখা যেতো। অনেক সময় ওয়েবসাইট বন্ধ থাকলে বা দেখা না গেলেও ক্যাশড ফিচারের মাধ্যমে সেটি দেখা যেতো।
গুগল বলছে, এই ফিচারটির এখন আর প্রয়োজন নেই।
গুগলের ড্যানি সুলিভান এক্সে এক পোস্টে বলেন, দ্রুত পেজটি দেখানোর ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের সহায়তা করতো। বর্তমানে বিষয়টি অনেক উন্নত হয়েছে। তাই আমরা এটিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
ডিবিটেক/বিএমটি







